
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন, সাম্প্রতিক সামরিক সংঘর্ষে পাকিস্তানি বাহিনী ভারতকে একটি ‘চূড়ান্ত আঘাত’ প্রদান করেছে। তিনি জোর দিয়ে বলেন, “এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে একটা ঘুষি ছিল।” নয়াদিল্লি এই পরাজয় “কখনো ভুলবে না।”
বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখোয়ার হরিপুর বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে শেহবাজ শরীফ আরও বলেন, সংঘর্ষের ৮৭ ঘণ্টার সময় পাকিস্তান তিনটি রাফায়েল বিমানসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে।
তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী জাতীয় সংকল্পের সঙ্গে লড়াই করেছে এবং জনগণের দোয়াকে এই সামরিক সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
যদিও ভারত এই ধরনের কোনো ক্ষতি স্বীকার করেনি এবং ধারাবাহিকভাবে পাকিস্তানের দাবি অস্বীকার করে আসছে।
এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তানের ভূমিকাকে দায়ী করে। ইসলামাবাদ অভিযোগটি অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
পর্যটকদের নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের সীমান্তে বিমান হামলা চালায়, এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। সংক্ষিপ্ত কিন্তু মারাত্মক এই সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন সৈন্য নিহত হন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ একটি চুক্তিতে পৌঁছায়।