
রোহিঙ্গা ইস্যু সমাধানের দায় কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চাপানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম। তিনি বলেন, এ সংকট সমাধান সরকারের সমন্বিত দায়িত্ব এবং পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং অক্সফামের যৌথ আয়োজনে “শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট” শীর্ষক সিম্পোজিয়ামে বক্তব্য দেন সচিব।
এ সময় ড. নজরুল জানান, রোহিঙ্গা সংকটের প্রভাবে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বিদেশি বিনিয়োগে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি এ বিষয়ে জাতিসংঘের আসন্ন হাই লেভেল বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন।
তার ভাষায়, “বাংলাদেশ সবসময়ই সংঘাত ছাড়া শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে।”
অনুষ্ঠানে অন্য বক্তারা উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট নিরসনে ভূ-রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশ নয়, বরং এ অঞ্চলের অন্যান্য দেশগুলোরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।