
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে ১০ দলীয় জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে দাঁড়িপাল্লা তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী জনসভায় বক্তব্যের সময় এই প্রতীক নাহিদ ইসলামের হাতে দেওয়া হয়। জামায়াত আমির বলেন, “আজকে বাকিদের হাতে দেব দাঁড়িপাল্লা। আর নাহিদ ইসলামের হাতে দেব ‘পাল্লা-কলি’।” এখানে তিনি সম্ভবত এনসিপির নির্বাচনী প্রতীক শাপলা কলিকে ইঙ্গিত করেছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটলে তার পরিণতিও ৫ আগস্টের মতো হবে।