
নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে আজ শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করতে যাচ্ছে। রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বর এলাকায় জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে এই থিম সং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, শনিবার বিকেল ৫টায় এনসিপির এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শনিবার বিকেল ৫টায় আমরা আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি। এই ২টা থিম সং প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।”