
রাজধানীর পল্লবী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৪। শুক্রবার (২ জানুয়ারি) সকালে র্যাবের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-৪ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এই সন্ত্রাসীরা গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
র্যাব-৪-এর সদর দপ্তরে শুক্রবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরবেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ ফয়সাল সাদী বলেন, "সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।"