
নির্বাচনের দিনে ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে ভোটযাত্রা শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের আগে ভোটকেন্দ্রে গিয়ে জামাতে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নিতে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে এ আহ্বান জানান তিনি।
ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আগামী ১২ তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি- না, ফজর না। এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ফজরের নামাজের আগে দরকার হলে ভোটকেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে। তারপর সাতটা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা।”
তিনি বলেন, গত প্রায় ১৬ বছরে দেশের সবকিছুই ভেঙে পড়েছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, এই দুর্নীতি বন্ধ ও নিয়ন্ত্রণ করতে হলে জনগণকেই সজাগ হয়ে সামনে এগিয়ে আসতে হবে।
জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দল বারবার ক্ষমতায় আসার কথা বলছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি তাদের পক্ষ নিয়েছিল।” তিনি আরও বলেন, ওই অবস্থানের কারণে দেশ ও জনগণকে বড় মূল্য দিতে হয়েছে এবং সে কারণে নতুন করে তাদের দেখার কিছু নেই।
জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন কেবল ভোট নয়—এটি দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন এবং জনগণের শাসন প্রতিষ্ঠার নির্বাচন। তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষকে নির্বাচিত করার নির্বাচন, রাসুলে করীম (সা.) এর ন্যায় পরাণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন।” এ সময় তিনি সবাইকে এক লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
এর আগে দিনের বেলায় সিলেট ও সুনামগঞ্জে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। পরে মৌলভীবাজারের শেরপুরে প্রচারণায় অংশ নিয়ে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে পৌঁছান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।