
দেশে একদিন বিরতির পর আবারও ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ১৮ জুলাই) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মৃত্যুর ঘটনায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। এ সময় পর্যন্ত মোট ১৬ হাজার ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগের উপশহর এলাকায় ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, দক্ষিণ সিটিতে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রোগী রয়েছে। একই সময়ে ১০৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা ছিলেন।
উল্লেখ্য, এর একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ওই ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩৭৫ জন, তবে কোনো মৃত্যু হয়নি।