
প্রায় আট বছর পূর্বে ২০১৬ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে হাইকোর্টের এক বিচারপতির দিকে ডিম ছুড়ে মেরেছেন এক দল আইনজীবী।
বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এ ঘটনা ঘটে।
এ নিয়ে বিএনপির নেতা মাহবুবুর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি একটি মামলার রায় দেন এই আদালত। সেখানে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ছিল কয়েক দিন ধরে।’
তিনি আরো বলেন, ‘আজ (বুধবার) হাইকোর্টের এই বিচারক এজলাসে উঠলে কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে বলেন- আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আপনি এখনও যদি ওই চিন্তাভাবনা পোষণ করেন তাহলে আপনার এই চেয়ারে বসার অধিকার নেই।’
এক পর্যায়ে তারা বিচারকের দিকে ডিম ছুড়ে মারেন। ছুড়ে মারা ডিম বিচারপতির আসনের সামনে থাকা ডেস্কে লাগে। এরপর বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান।