
হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ সংরক্ষণের উদ্যোগ হিসেবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা সিআইডির কাছে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ।
এদিন আদালতে আবেদনটি উপস্থাপন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার ভিকটিম শরিফ ওসমান হাদি ওরফে ওসমান গনি গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানার বিজয়নগর বক্স কালভার্ট রোডসংলগ্ন ডিআর টাওয়ারের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মারা যান।
আবেদনে আরও বলা হয়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশ বিমানে করে দেশে আনা হয়। পরদিন ২০ ডিসেম্বর সকালে লাশের সুরতহাল সম্পন্ন করা হয়। এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন মরদেহের ময়নাতদন্ত করেন এবং একই সঙ্গে ডিএনএ নমুনা সংগ্রহ করেন।
মামলাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সংগৃহীত ডিএনএ নমুনা বাংলাদেশ পুলিশের সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে প্রোফাইলিং ও সংরক্ষণের জন্য সিআইডির ডিএনএ ল্যাবরেটরির চিফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিককে নির্দেশ দেওয়ার প্রয়োজনীয়তার কথা আবেদনে তুলে ধরা হয়।