
উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে অজ্ঞাত হামলাকারীদের কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায়, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে এই দুই সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
বর্তমানে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল (রাজউক কলেজ সংলগ্ন) নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার ওসি পারভেজ।