
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে গাঁজা সেবনকালে ৬ জন শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে হলের ৮২৪ নম্বর রুম থেকে তাদের আটক করা হয়। এ সময় হলের দায়িত্বরত সিনিয়র ওয়ার্ডেন ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
আটক শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী হাসান শোয়েব আনজুম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাঈব, একই বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. জেরিন।
প্রশাসনের সূত্রে জানা যায়, রাত ১১ টার দিকে খবর পেয়ে হল প্রশাসন ওই রুমে অভিযান পরিচালনা করেন। এসময় ৬ জন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের ব্যাগ থেকে গাঁজা তৈরির উপকরণসহ গাঁজা উদ্ধার করা হয়।
অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় পাই। পরে তাদের সকলের পরিচয় নিয়ে ও মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।