
মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর দেশের সব জাদুঘর জনসাধারণের জন্য পুরো দিন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীসহ সারাদেশের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জাদুঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা কোনো প্রবেশমূল্য ছাড়াই ঘুরে দেখতে পারবেন। একই দিনে সব ধরনের সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রও শিশুদের জন্য ফ্রি এন্ট্রি চালু করবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার ৮ ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও শীর্ষ কর্মকর্তারা।