
জাতিসংঘের মঞ্চে পাকিস্তানীয় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বক্তৃতাকে কেন্দ্র করে নয়া দিল্লি তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। পাকিস্তানের সামরিক সফলতা ও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহারের অভিযোগে ভারতের স্থায়ী মিশন কড়া সত্ত্বা দেখিয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শেহবাজের ভাষণের কয়েক ঘণ্টার মধ্যে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সচিব পেটাল গাহলট ইসলামাবাদের বিরুদ্ধে 'অযৌক্তিক নাটকীয়তা' এবং 'সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার' অভিযোগ আনেন। গাহলট শেহবাজের দাবিকে খতিয়ে দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "যদি ধ্বংসপ্রাপ্ত রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলোকে বিজয়ের মতো দেখায়, যেমনটি প্রধানমন্ত্রী (শেহবাজ) দাবি করেছেন, তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে।"
ভারতের কূটনীতিক আরও স্মরণ করান যে পাকিস্তান কয়েক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছে এবং দেশের বিরুদ্ধে 'সন্ত্রাসবাদ মোতায়েন এবং রপ্তানি' করার অভিযোগ তুলেছেন।
শেহবাজ নিজের সাধারণ পরিষদের ভাষণে গত মে মাসে সীমান্তে তার দেশের বিরুদ্ধে অপ্রত্যাশিত আগ্রাসনের ঘটনা উল্লেখ করে বলেন, "এই বছরের মে মাসে, আমার দেশ আমাদের পূর্ব ফ্রন্ট থেকে বিনা উস্কানিতে আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। শত্রুরা অহংকারে ঢাকা পড়েছিল এবং আমরা তাদের অপমানিত করে ফেরত পাঠিয়েছি।" তিনি আক্রমণে প্রতিরোধ দেখানো সশস্ত্র বাহিনীর দক্ষতাকে সম্মান জানিয়ে বলেন, "আমাদের বীর সশস্ত্র বাহিনী শত্রুর আক্রমণ প্রতিহত করে অত্যাশ্চর্য পেশাদারিত্বের অভিযান চালিয়েছে। আমাদের বাজপাখি উড়ে এসে আকাশজুড়ে তাদের জবাব খোদাই করেছে, যার ফলে সাতটি ভারতীয় বিমান ধ্বংস ও ধূলিসাৎ হয়ে গেছে।"
শেহবাজ ভাষণে একই সঙ্গে ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে সতর্ক করলেন এবং ভারতের অভ্যুত্থিত নৃশংসতাবাদী তত্ত্বকে বিশ্বস্ত বিপদের উদাহরণ হিসেবে উল্লেখ করলেন। তিনি বলেন, "ঘৃণামূলক বক্তব্য অথবা যে কোনো ব্যক্তি বা ধর্মের বিরুদ্ধে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়। ভারতের হিন্দুত্ব-চালিত চরমপন্থার মতো ঘৃণা-চালিত মতাদর্শ সমগ্র বিশ্বের জন্য বিপদ ডেকে আনছে। আমি কাশ্মীরি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আমি তাদের সঙ্গে আছি, পাকিস্তান তাদের সঙ্গে আছে এবং একদিন শিগগিরই কাশ্মীরে ভারতের অত্যাচার বন্ধ হয়ে যাবে।"
দুই পাশের এ তীব্র বলা-শোনা আন্তর্জাতিক মঞ্চে নতুন উসকানির আশঙ্কা বাড়িয়েছে, যেখানে কূটনৈতিক বিবৃতি ও জনমত পরস্পরের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।