
ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে, পাশাপাশি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে ব্যতিক্রমী এক ব্যক্তিগত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাগপা সহসভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করার স্থান থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের দিকে একা পায়ে হেঁটে রওনা হবেন।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিওবার্তায় রাশেদ প্রধান এই কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, এই উদ্যোগ কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নয়; এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। রাশেদ প্রধান জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে খুনি হাসিনাকে ফেরত আনা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গেলে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। সে কারণে এবার কোনো মিছিল বা জনবল ছাড়াই তিনি একা, নিরস্ত্র অবস্থায় প্রায় আট কিলোমিটার পথ হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকামী জনগণের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সীমানায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক কালো গোলাপ প্রদান করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে চাই। এই শান্তিপূর্ণ ও ব্যক্তিগত প্রতিবাদে বাধা দিতে হলে আমাকে গ্রেপ্তার করতে হবে।’
আওয়ামী লীগের প্রতি বক্তব্যে রাশেদ প্রধান বলেন, ‘আমাকে থামাতে হলে আমার ভাই হাদির মতোই গুলি করতে হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।’