
জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা। সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
কানিজ মওলা বিদায়ী সচিব মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত ১৬ জুন চাকরির মেয়াদ শেষে অবসর গ্রহণ করেন।
এছাড়া একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরেকটি প্রজ্ঞাপনে রেলপথ মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ মইনউদ্দিন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি এতদিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও সহায়তা করবেন এবং একইসঙ্গে সেই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রাপ্ত হবেন।
রুলস অব বিজনেস ১৯৯৬-এর বিধি অনুযায়ী এ দায়িত্ব অর্পণের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এর ফলে শেখ মইনউদ্দিন এখন রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি।
উল্লেখ্য, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন— সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।