
দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবিলায় যৌথভাবে এগিয়ে আসছে কানাডা ও ফিলিপাইন। দুই দেশ আজ রোববার (২ নভেম্বর) একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের কর্মকর্তারা।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের সামরিক বাহিনী যৌথ যুদ্ধ প্রস্তুতি মহড়া পরিচালনা করতে পারবে এবং নিরাপত্তা সহযোগিতা জোট আরও সম্প্রসারিত হবে।
ফিলিপাইনের জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ম্যানিলায় বৈঠক শেষে দেশটির প্রতিরক্ষা সচিব গিলবার্তো তেওডোরো জুনিয়র ও কানাডার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি ‘স্ট্যাটাস অফ ভিজিটিং ফোর্সেস’ নামে এই চুক্তিতে সই করবেন। অনুমোদন প্রক্রিয়া শেষ হলে এটি কার্যকর হবে।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডা ও পশ্চিমা দেশগুলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। অন্যদিকে, ফিলিপাইনও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনের আগ্রাসন ঠেকাতে এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে কাজ করছে।
অন্যদিকে, চীন ফিলিপাইনকে ‘সমস্যা সৃষ্টিকারী’ ও ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে সমালোচনা করেছে।
এপির প্রতিবেদন অনুযায়ী, চীন সম্প্রতি ফিলিপাইনের উপকূলরক্ষী ও মৎস্যজীবী জাহাজের ওপর শক্তিশালী জলকামান ও বিপজ্জনক কৌশল প্রয়োগ করেছে, যার ফলে বেশ কয়েকটি সংঘর্ষ ও ফিলিপিনো নৌকর্মীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এই আঞ্চলিক বিরোধে ফিলিপাইন ছাড়াও ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ান দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছে।