
গাজীপুরের শ্রীপুরে চালের বস্তার নিচে চাপা পড়ে নাঈম আহাম্মেদ (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতের দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তরপাশের আল মদিনা ফুড ইন্ডাস্ট্রি নামে একটি মুড়ির কারখানায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত নাঈম আহাম্মেদ ময়মনসিংহের নান্দাইল উপজেলার হারিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক জানান, “কারখানায় কাজ করার সময় নাঈম চালের বস্তার নিচে চাপা পড়ে যান। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”
ঘটনার বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।