
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত জমিতে দুইটি ব্যাগে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। মোট জব্দকৃত স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
বুধবার (১৪ জানুয়ারি) মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা এবং আনুমানিক ১০ লাখ ৯০ হাজার টাকার স্বর্ণালংকার।
পুলিশ জানায়, একইদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেংগারচর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আল মামুন টিটু (২৪) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানায়, উপজেলার বড় ঝিনাইয়া এলাকায় দুলাল বেপারীর মালিকানাধীন আবাদি জমিতে বর্গাচাষী মো. মোসলেম মিয়ার খড়ের গাদার ভেতরে সন্দেহজনক দুটি ব্যাগ পড়ে আছে।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে খড়ের গাদা খুঁড়িয়ে দুটি ব্যাগ উদ্ধার করে। একটি কালো রঙের রেক্সিন ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা পাওয়া যায়।
অপর দিকে ক্রীম রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা নেভি-ব্লু রঙের ‘পলাশ জুয়েলার্স’-এর গহনার বক্স, ‘লোকনাথ বাবা স্বর্ণ শিল্পালয়’ লেখা ছোট কাপড়ের ব্যাগ এবং নীল-কালো রঙের আরও একটি ব্যাগ থেকে মোট ৬ ভরি ৪ আনা ৫ রতি ৬ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, “পরিত্যক্ত অবস্থায় পাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার আইন অনুযায়ী জব্দ করা হয়েছে। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে। এছাড়া ঘটনার সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।”
উদ্ধারকৃত নগদ অর্থ ও স্বর্ণালংকার থানায় তালিকাভুক্ত করে রাখা হয়েছে।