
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌযান সমুদ্রে ভেসে যাওয়ার ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত নৌযানটিতে পানি ঢুকে পড়ায় ব্যাপক প্রাণহানি হয়। পরে নৌযান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) এএফপিকে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত নৌযানটিতে পানি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইআরটি জানায়, মৃতদেহগুলো নৌযানটির ভেতর থেকেই উদ্ধার হয়। ক্রিটের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া সবাই ছিলেন অল্পবয়সী।
কোস্টগার্ডের মুখপাত্র জানান, “নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।” ইআরটি-র আরেক প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, পানিশূন্যতার কারণে এসব অভিবাসীর মৃত্যু হতে পারে।
গ্রিক কর্মকর্তারা আরও জানিয়েছেন, নৌযানটি ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দূর থেকে শনাক্ত করা হয়েছিল।