দেশে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে তেল ও গ্যাস কূপে খনন কাজ সাময়িকভাবে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
রবিবার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সিদ্ধান্ত দেন। বিষয়টি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিশ্চিত করেছে।
ফাওজুল কবির খান বলেন, “পরপর কয়েকটি ভূমিকম্প ঘটেছে। তাই তেল ও গ্যাস কূপের কার্যক্রম এমনভাবে স্থগিত রাখা হয়েছে যাতে ভূমিকম্পের প্রভাব বাড়তে না পারে।”
পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, “বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশে আজ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য খনন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যদি এই সময়ের মধ্যে আরও ভূমিকম্প ঘটে, তখন পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।”