
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, এ উদ্যোগ সরকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য, রাজনৈতিক নেতাদের সেখানে কার্যত কোনো ভূমিকা নেই।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে রাশেদ খান লিখেছেন, “উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন। স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে। হয়তো গালিগালাজ বা অপদস্ত করার মতো ঘটনাও ঘটতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যানার নিয়ে সড়কে নেমেছেন, পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও অবস্থান নিয়েছেন। এতে বিদেশের মাটিতেই মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে।
রাশেদ খান প্রশ্ন তোলেন, “যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন, তাহলে কি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আসতেন? তারা না এলে পরিণতি কী হতো?”
গণ অধিকার পরিষদের এই নেতা মনে করেন, সরকারের উপদেষ্টারা যত বড় বক্তব্যই দিন না কেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া তাদের টিকে থাকা সম্ভব নয়। বরং বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েই এই উপদেষ্টা পরিষদ নতুন বৈষম্য তৈরি করেছে।
স্ট্যাটাসের শেষাংশে তিনি ড. ইউনূসের জাতিসংঘ সফরের সফলতা কামনা করেন।