
জুমার নামাজের খুতবা পাঠের প্রস্তুতি নিতে মিম্বরে ওঠার মুহূর্তেই নিভে গেল এক ইমামের জীবন। চাঁদপুরের কচুয়া উপজেলায় জুমার নামাজের আগে হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন হাফেজ মো. আব্দুল মবিন মোল্লা (৬৫)।
শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এদিন বাদ মাগরিব জানাজা শেষে মরহুমের মরদেহ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে এলাকায়, মসজিদের মুসল্লি ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, জুমার নামাজ আদায়ের প্রস্তুতিকালে হঠাৎ স্ট্রোকজনিত কারণে দুপুর ১টা ১০ মিনিটে তার বাবার মৃত্যু হয়। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে হরিপুর ও মাঝিগাছা গ্রামে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, খুতবার প্রস্তুতি নিতে মিম্বরে ওঠার সময় আব্দুল মবিন মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর আর কোনো সাড়া না পেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।