
কুমিল্লার মেঘনা নদীতে চাঁদাবাজদের ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজন চাঁদাবাজকে আটক করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাকসুদ, কনস্টেবল সাইদুল এবং কনস্টেবল সোহাগ। বিষয়টি নিশ্চিত করেছেন চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আলমগীর হোসেন।
পুলিশ জানায়, সকালে নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে নৌপুলিশ সেখানে অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিনজন পুলিশ আহত হন।
প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
অভিযান চলাকালে চাঁদাবাজরা নদীর একটি বাল্কহেডে লুকানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা (৩৩) এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদ (৩২)।
আইসি আলমগীর হোসেন বলেন, “চাঁদাবাজির খবর পেয়ে অভিযান চালাতে গেলে আমাদের সদস্যদের ওপর তারা হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন। দুইজনকে আটক করা হয়েছে, ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।”