
কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬০ বছর বয়সী এক বাজার পাহারাদার দুলা মিয়াকে পিটেছেন স্থানীয় যুবদল নেতা দেলোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে সদর বাজারে ঘটে এবং শুক্রবার বিষয়টি জনসমক্ষে আসে। আহত দুলা মিয়া পূর্বপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাতের বেলা বাজার পাহারার কাজ করে আসছেন।
অভিযুক্ত দেলোয়ার হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক। তবে তিনি দাবি করেছেন, “যুবদল নেতা হিসেবে নয়; বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে অবহেলার ঘটনায় কথা–কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দুলা মিয়া পাহারার সময় কিছুক্ষণ বিশ্রামের জন্য মোড়ের একটি টুলে বসেন। তখন সেখানে আসেন দেলোয়ার হোসেন এবং পাহারার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে কাঠের টুকরো দিয়ে আঘাত করতে শুরু করেন। এতে দুলা মিয়ার পিঠ ও ঘাড়ে একাধিক আঘাত লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে শুয়ে দুলা মিয়া সাংবাদিকদের বলেন, “সে আমাকে কুকুরের মতো পেটাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রাণ বাঁচাতে তার পায়ে ধরে ক্ষমা চাই। তবুও থামেননি। পরে অন্য পাহারাদাররা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”
আহতের ছেলে গিয়াসউদ্দিন বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে রাতের পাহারার কাজ করছেন। সেই রাতেও তিনি দায়িত্বে ছিলেন। সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি বাবা গুরুতর আহত অবস্থায় শুয়ে আছেন। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।”
অভিযুক্ত দেলোয়ার হোসেন জানান, দুই দিন আগে বাজারে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটায়, পাহারাদারদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, “পাহারাদার বসে বসে ফোনে ফেসবুক চালাচ্ছিল। সেই কারণে রাতেও হাতাহাতি হয়েছে। এখন বিষয়টি নিয়ে আমার দলীয় পরিচয় সামনে এনে অপপ্রচার চালানো হচ্ছে।”
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, “ঘটনা জানতে পেরে খোঁজখবর নিয়েছি। ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”