
সারাদেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় রোববার (১৭ আগস্ট) ৮ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তবে ২২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। নকল করার দায়ে ৭ জন শিক্ষার্থীকে পরীক্ষার হলে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ দেশের সাধারণ এবং মাদ্রাসা বোর্ডে একযোগে অনুষ্ঠিত হয় রসায়ন (দ্বিতীয় পত্র), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (দ্বিতীয় পত্র), ইতিহাস (দ্বিতীয় পত্র), গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন (দ্বিতীয় পত্র), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (দ্বিতীয় পত্র) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক পরীক্ষা।
পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির তথ্য অনুযায়ী, আজ মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লাখ ২৬ হাজার ৪০১ জন। এর মধ্যে ৮ লাখ ৩ হাজার ৬০৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ফলে উপস্থিতির হার প্রায় ৯৭ শতাংশ।
বোর্ডভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিতির হার ছিল ২.৩৫ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডের আওতাধীন আলিম পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ৬.৩৭ শতাংশ।