
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয়। তিনি বলেন, উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণে ওজোনস্তর সংরক্ষণে বৈশ্বিক সাফল্য এসেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ওজোনস্তর রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, ওজোনস্তরের ক্ষয় মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং প্রাণিজগৎকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। তবে মন্ট্রিয়ল প্রটোকলের মতো আন্তর্জাতিক আইন এবং উন্নত দেশগুলোর সহযোগিতার কারণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে বিশ্ব সফল হয়েছে। এটি প্রমাণ করে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলেই আন্তর্জাতিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য। সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে তা কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করতে হবে। ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব, যোগ করেন সৈয়দা রিজওয়ানা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপির প্রতিনিধি এবং প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।