
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে সিংগাইর বাজার রোডে অবস্থিত শাখাটিতে আগুন লাগলে ভেতরে থাকা কম্পিউটার, প্রিন্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। ব্যাংক কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, রাত ২টার দিকে হঠাৎ ব্যাংকের অফিস কক্ষে আগুন দেখা দেয়। বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভাতে কাজ শুরু করে।
তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে ৮টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ৩টি এসি ও বিভিন্ন ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে।”
সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।