
বিশ্বের সর্বোচ্চ ধনীর খেতাব মুহূর্তের জন্য হারিয়ে আবার ফিরে পেয়েছেন স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক। ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন কয়েক ঘণ্টার জন্য মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির খেতাব দখল করেন।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এলিসনের সফটওয়্যার কোম্পানির শেয়ারের মূল্য কয়েক মিনিটের মধ্যেই এক-তৃতীয়াংশেরও বেশি বৃদ্ধি পায়। এর ফলে তার ব্যক্তিগত সম্পদ ৩৯৩ বিলিয়ন ডলারে পৌঁছে এবং তিনি ইলন মাস্কের চার বছরের শীর্ষ অবস্থান ভেঙে দেন।
তবে দিনশেষে আবারও শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পান মাস্ক। সর্বশেষ তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৩৮৪.২ বিলিয়ন ডলার, যেখানে এলিসনের সম্পদ ৩৮৩.২ বিলিয়ন ডলার। ফলে তাদের মধ্যে এখন প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবধান দেখা যাচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এলিসনের এই সাময়িক উত্থান মূলত ওরাকলের ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনের কারণে, যেখানে হাজার হাজার নতুন অর্ডারের তথ্য প্রকাশ করা হয়।
তবে মাস্কের সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন সংস্থা ভিন্ন তথ্য প্রদান করে। ফোর্বস ও ব্লুমবার্গের হিসাবের মধ্যে পার্থক্য মূলত তার ব্যক্তিগত কোম্পানিগুলোর সম্পদ মূল্যায়নের পদ্ধতির ভিন্নতার কারণে তৈরি হয়।
সূত্র: ব্লুমবার্গ