
জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল, যার নেতৃত্ব দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিযুক্ত করেন। মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মামলার অপর আসামি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। জয়ের উপস্থিতির জন্য ট্রাইব্যুনাল দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেন। তবে তিনি পলাতক থাকায় চিফ প্রসিকিউটর জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন এবং পরে ট্রাইব্যুনাল সরকারি ব্যয়ে তা অনুমোদন করেন।
এর আগে, জয়কে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ১০ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর দুই সদস্যের প্যানেল এই আদেশ দেন এবং একই সঙ্গে শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
আজকের শুনানিতে পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ অংশ নেন। তিনি জানান, পলক সপ্তাহে একদিনও পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন না এবং ১৫ দিনে একবারও স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এজন্য তিনি ট্রাইব্যুনালের অনুমতি চান।
ট্রাইব্যুনাল গত ৪ ডিসেম্বর জয়ের ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন এবং একই দিনে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনও ওই দিনই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল করে।