
ফ্যামিলি কার্ডের নামে জনগণকে ভুল পথে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দাবি করেছেন, বিএনপি ভুয়া কার্ড বিতরণের কথা বলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।”
মঙ্গলবার ২৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির আয়োজনে সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে আপনাদের।”
তিনি কুমিল্লা বিভাগ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নানা উপায়ে কুমিল্লাকে বঞ্চিত করে রেখেছিল। এনসিপি ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
গণভোট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, ধানের শীষ, দাড়িপাল্লা কিংবা রিক্সা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তার ভাষায়, “গণভোটে হ্যাঁ সীল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে।”
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজ দেখলাম পুরোনো কায়দায় ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না।”
পথসভা শেষে তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-৮ আসনের মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনের মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট মো. তরিকুল ইসলাম এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহানসহ অন্যান্য নেতারা।