
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০) ভিডিও নির্মাণের সময় দগ্ধ হয়েছেন। পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে কনটেন্ট বানানোর চেষ্টার কারণে তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন ভিডিও ধারণ করছিলেন। ভিডিওতে তিনি আগুনে পোহাতে পোহাতে গোসল করার দৃশ্য দেখানোর চেষ্টা করছিলেন। পেট্রলের পরিমাণ বেশি হওয়ায় আগুন বড় শিখা হিসেবে জ্বলতে থাকে এবং সেই শিখায় দগ্ধ হন তিনি।
আল আমিনের সহকর্মী আজাদ হোসেন জনি বলেন, "আল আমিন এখন কিছুটা ভালো। তিনি সাড়া দিচ্ছেন। তার পাশে সার্বক্ষণিক একজন থাকছেন। বারডেম হাসপাতালের চিকিৎসা ও আন্তরিকতায় তার পরিবার মুগ্ধ।"
জনি আরও বলেন, "আমরা কখনো ঢাকায় চিকিৎসা নিতে আসিনি। এখানে এত ভালো চিকিৎসা দেয়, আমাদের কল্পনায় ছিল না।"
তিনি জানান, ডাক্তাররা আল আমিনকে ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা করছেন। পরিবারের পক্ষ থেকে ছাড়পত্র চাওয়ার পরও চিকিৎসকরা এখনই তাকে ছাড়তে রাজি হননি।
জনি জানান, আল আমিনের স্ত্রীও বর্তমানে তার পাশে রয়েছেন। তাদের তিন সন্তান রয়েছে। তৃতীয় সন্তানের দেখভালের জন্য স্ত্রীকে ময়মনসিংহে ফিরে যেতে হয়েছে। জনি বলেন, "আল আমিন ভাইয়ের পাশে তার ভাই আছেন। আমি কিছুক্ষণের মধ্যে ঢাকায় রওনা হবো। ভাই একটু উন্নতির দিকে।"
সামাজিকমাধ্যমে রসাত্মক ভিডিও তৈরি করে খ্যাতি অর্জন করেছিলেন আল-আমিন। শীতের শুরুতেই আগুনের ভয়ে কনটেন্ট বানাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।