দেশজুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির সর্বশেষ ফেসবুক পোস্ট অনুযায়ী, চলতি বছরের ১০ম ও মৌসুমের ৬ষ্ঠ বৃষ্টিবলয় ‘ঈশান’ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, যা আগামী কিছুদিন দেশের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে বৃষ্টির প্রভাব ফেলতে পারে।
বিডব্লিউওটি জানায়, এ বৃষ্টিবলয় মূলত দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করবে—বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল দিয়ে এবং ৯ আগস্ট রংপুর হয়ে দেশ ছাড়বে। এর প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টি হবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকায় মাঝারি থেকে উচ্চমাত্রার বৃষ্টি হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হতে পারে।
বৃষ্টির প্রভাবে দেশের উত্তরাঞ্চলে (বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট) নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত এই বৃষ্টিবলয় সবচেয়ে সক্রিয় থাকবে। এ সময় দেশের ৪০ থেকে ৬০ ভাগ এলাকায় বিভিন্ন সময়ে বৃষ্টি হবে বলে জানানো হয়।
বজ্রপাত ও পাহাড়ধসের সম্ভাবনা:
ঈশান বৃষ্টিবলয়ের সময় বজ্রপাতের আশঙ্কা অপেক্ষাকৃত বেশি। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।
আবহাওয়া পরিস্থিতি:
এই সময়কালে দেশের আকাশ বেশিরভাগ এলাকায় মেঘলা থাকবে। উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া থাকবে আরামদায়ক, তবে দক্ষিণাঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সক্রিয় এলাকায় রোদের দেখা কম পাওয়া যাবে। তবে বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই, যদিও কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সাগরের অবস্থা:
বিডব্লিউওটি জানায়, ঈশান বৃষ্টিবলয়ের সময় সাগর মোটামুটি নিরাপদ থাকবে, বড় ধরনের কোনো উত্তাল অবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
দেশবাসীকে সাবধানতা অবলম্বনের পাশাপাশি বন্যা ও পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল।