
দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (১১ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া নদীবন্দর ও বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় তিনি জানান, সোমবার মধ্যরাত ১টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য দিকে বজ্রপাতের সতর্কবার্তায় এ আবহাওয়াবিদ জানান, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী বি.বাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, পাবনা জেলাসমূহ ও সিলেট বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
এসময় সতর্ক থাকার কথা বলে তিনি জানিয়েছেন, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকা। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা। গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। কংক্রিটের মেঝে ও দেয়ালে শয়ন বা হেলান না দেওয়া। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। এছাড়া বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকাসহ শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে।