
রংপুরে অনুষ্ঠিত এক প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন কর্মশালায় এলইডি স্ক্রিনে হঠাৎ শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হওয়ায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার অসন্তোষ প্রকাশ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের সঞ্চালক ও প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়।
ঘটনাটি নজরে আসলে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদ আমরা মনে করি চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের অনেক রূপ থাকে। তার কিছু কিছু প্রতিফলন ঘটে, আমরা যখন যেটা টের পাই, তার ব্যবস্থা নেই।
জিজ্ঞাসা করা হলে কো-অর্ডিনেটর গোলাম রব্বানী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।