
ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামানের বিরুদ্ধে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল(বিএমডিসি)।
সোমবার (১৯ জানুয়ারি) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ডা. খালিদুজ্জামান তাঁর প্রচারপত্রে ‘ক্লিনিকাল এমব্রিওলজি ও প্রি-ইমপ্লান্টেশন জেনেটিক্স (ভারত)’ ডিগ্রির কথা উল্লেখ করছেন, যা বিএমডিসি স্বীকৃত নয়। বিএমডিসি আইন–২০১০-এর ১৩ ও ২৯ ধারায় কাউন্সিলের অনুমোদন ছাড়া দেশি বা বিদেশি কোনো স্নাতকোত্তর ডিগ্রি বা পদবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এ ধরনের কার্যক্রম রোগীর সঙ্গে প্রতারণার শামিল। আইনে এর জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই শোকজকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে। ডা. খালিদুজ্জামানের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। দলটির মিডিয়া বিভাগ ইতোমধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে।
বিএমডিসি নোটিশে আরও জানানো হয়, ডা. খালিদুজ্জামানকে তাঁর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।