
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামী দুই দিনে রাজধানী ও দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী:
সোমবার (১৯ জানুয়ারি):
বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। রিজভী জানান, এই অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি):
বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দুই দিনের এই কর্মসূচি গ্রহণ করেছি। ১৯ জানুয়ারি মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতা-কর্মীদের উজ্জীবিত করবেন।”
তিনি আরও উল্লেখ করেন, রাজধানীর বাইরেও জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সুবিধামতো আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।