
রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত গণসংবর্ধনায় বক্তৃতা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।” বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে এই বক্তব্য রাখেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার সুবাদে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।
ঢাকায় আসার আগে বিমানটি সিলেটেও অবতরণ করেছিল। দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দর থেকে তারেক রহমান পৌঁছান জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। এর পর তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে এবং পরে গুলশান-২ নম্বরের বাসভবনে যাবেন।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে ভিড় করেছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। বৃহস্পতিবার ভোর থেকেই দলের সমর্থকরা হেঁটে এবং ছোট ছোট মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সেখানে রাখা হয়েছে ১৯টি চেয়ার। চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
রাজধানীর কুড়িল থেকে শুরু করে ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে রঙিন ব্যানার ও ফেস্টুন সাজানো হয়েছে। নেতাকর্মীদের স্লোগান এবং উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা যেন উচ্ছ্বাসে ভরে উঠেছে।