
দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল-সবুজে সজ্জিত একটি বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গণসংবর্ধনাস্থলে আসেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। মঞ্চে উঠে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সমাবেশে বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।” এরপর তিনি বলেন, “প্রিয় বাংলাদেশ।”
মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংবর্ধনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।