
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনী পরিবেশে জনসমাবেশ ও র্যালির সংখ্যা বেড়ে যেতে পারে, যার ফলে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্নের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যের ফরেন অফিস জানিয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে। সেই অনুযায়ী ব্রিটিশ নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার এবং যেকোনো ধরনের বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতিকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক ঘটনার কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজনে ছাড়া ভ্রমণ এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকা এবং সীমান্তবর্তী অঞ্চলে ঝুঁকি বেশি বলে সতর্ক করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, সরকারের পরামর্শ অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় গেলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে এবং সেখানে ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত।