
বাংলাদেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সম্প্রীতির সংস্কৃতিতে আঘাত হানার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাজারে সাম্প্রতিক হামলার ঘটনাকে নিন্দনীয় আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
শুক্রবার ৯ জানুয়ারি সকালে নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং গত বছর ভাঙচুরের শিকার থানার ঘাট এলাকায় অবস্থিত হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.) এর মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় শফিকুল আলম বলেন, “বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।”
দেশের বহুত্ববাদী পরিচয় তুলে ধরে প্রেস সচিব আরও বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সকলে বসবাস করে; এটাই প্রত্যাশা।”
মাজারগুলোর নিরাপত্তা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ বিষয়ে শফিকুল আলম বলেন, “আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে।”