
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে পাঁচটি ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে। বিমানবন্দর সূত্রের খবর অনুযায়ী, রাত ১টার পর থেকে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হয়। কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়াও রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিও অবতরণে ব্যর্থ হয়।
কুয়াশার প্রভাব শুধু ডাইভার্টেড ফ্লাইটেই সীমাবদ্ধ থাকেনি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটগুলোও নির্ধারিত সময়ের তুলনায় ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, “কুয়েত থেকে আগত কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে।”
আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত টেকেও থাকতে পারে। ফলে সড়ক ও অভ্যন্তরীণ নৌ চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমতে পারে এবং শীতের তীব্রতাও বৃদ্ধি পেতে পারে।