
ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে জাতিসংঘ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানাচ্ছে। একই দিনে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক বার্তায় জানায়, “আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা।”
শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। ঘটনাটির কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণপশ্চিমে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।