
চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ গ্রেমেয়াশচি, যা পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে।
সোমবার (১৭ নভেম্বর) 'গ্রেমেয়াশচি' যুদ্ধজাহাজটি বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী।
চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশে।
বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর বিএনএস ওমর ফারুক রুশ যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বন্দরে এসকর্ট করে।
সফরের সময় গ্রেমেয়াশচির অধিনায়ক ও রাশিয়ার প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রাশিয়ান কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া তারা নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি, জাহাজ, বিএন আশা’র আলো স্কুল এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশ নৌবাহিনী আশা করছে, এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়ে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় হবে।
রাশিয়ার যুদ্ধজাহাজ গ্রেমেয়াশচি ২১ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।