
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার (১৭ জানুয়ারি) ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ আলোচনা করতে গিয়ে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবির মন্তব্য করেন, যারা দুটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে, তারা জুলাইয়ের মৌলিক গণতান্ত্রিক চেতনাকে ব্যবহার করে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে।
নূরুল কবির বলেন, “সমাজে ভিন্নমত এবং ভিন্ন কণ্ঠ থাকবে; এই বৈচিত্র্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধ নয়। কিন্তু যেসব প্রতিষ্ঠান গণতান্ত্রিক এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করছে, তাদেরকে রাষ্ট্র, সরকার, আইন বা পেশিশক্তির মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করা হয়। এজন্য আমাদের মধ্যে সংঘবদ্ধতা এবং সম্মিলিত প্রয়াস অপরিহার্য।”
তিনি আরও উল্লেখ করেন, “সংবাদপত্র ও গণমাধ্যম শুধু ২০০, ৫০০ বা ১০ হাজার সাংবাদিকের কণ্ঠের প্রতিফলন নয়। এগুলো সচল ও সক্রিয় না হলে পুরো সমাজের বিভিন্ন অধিকার ব্যাহত হয়। গণমাধ্যমের ওপর হামলা এক ধরনের ট্রমা, যা সারাজীবন প্রভাব ফেলতে পারে। ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ। আজ দুই পত্রিকা, কাল অন্য কোথাও হতে পারে। তাই আমাদের সংঘবদ্ধতা জরুরি।”
নূরুল কবির আরও বলেন, “যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সমাজের গণতান্ত্রিক উন্নয়ন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কারের জন্য লড়াই করার সময় এই গণমাধ্যমগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যারা এই হামলায় যুক্ত, তারা জুলাইয়ের মূল চেতনা এবং গণতান্ত্রিক আদর্শ ধ্বংসের চেষ্টা চালাচ্ছে।”