
বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে আবেদনের বয়সসীমায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সাধারণ ট্রেডে (জেনারেল ট্রেড) আবেদনকারীদের বয়স এখন ১৭ থেকে ২২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আর টেকনিক্যাল ট্রেডে (টিটি) আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ বছর বয়সী প্রার্থীরা।
গত রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বয়সসীমা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল হতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত বয়সসীমা—সাধারণ ট্রেড ১৭ হতে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) ১৭ হতে ২৩ বছর।”
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে সৈনিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫ এবং তা চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।