
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত শান্তি কমিটির সদস্যদের অবস্থানকৃত ভবনে। পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান বলেন, “শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত এবং আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের মোকাবিলায় ইসলামাবাদের উদ্যোগের অংশ হিসেবে কাজ করে।”
আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রায় এক ডজন মানুষ আহত হন। আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বিস্ফোরণের স্থানে তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছিল।
বিয়ের অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগান তালেবান এই হামলার পরিকল্পনায় পাকিস্তানি জঙ্গিদের আফগানিস্তান থেকে সহায়তা করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
আফগান সীমান্তের উভয় পাশে সক্রিয় রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবান, যা পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত। স্থানীয় শান্তি কমিটির সদস্যদের এই গোষ্ঠী ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছে।