
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার লরেন্সভিল শহরে পারিবারিক কলহের ঘটনায় এক ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। তবে বাড়ির ভেতরে থাকা তিনটি শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
আটলান্টার ভারতীয় কনস্যুলেট জেনারেলও এ ঘটনায় শোক প্রকাশ করেছে। কনস্যুলেট অফিস এক্সে প্রকাশিত পোস্টে জানিয়েছে, “পারিবারিক কলহের কারণে এই মর্মান্তিক গুলিবর্ষণ অত্যন্ত দুঃখজনক। একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব সহায়তা প্রদান করা হচ্ছে।”
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স৫ জানায়, গ্রেফতার ব্যক্তি বিজয় কুমার (৫১), যিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্যানুযায়ী, নিহতরা হলেন কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নিষ্ঠুরভাবে হত্যা, শিশুদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে পুলিশ জরুরি কল পায়। ঘটনাস্থলে পৌঁছে চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করা হয়, যাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন ছিল।
গুলিবর্ষণের সময় বাড়িতে কুমারের ১২ বছর বয়সী শিশুসহ তিনটি শিশু ছিল। তারা প্রাণ বাঁচাতে আলমারিতে লুকিয়ে পড়ে। এক শিশু সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানায়, যা দ্রুত উদ্ধার অভিযান চালানোর কারণ হিসেবে কাজ করে। শিশুদের পরে পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।