
জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি দেশের সংসদ ভেঙে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ ভাঙার লেটার পাঠ করেন।
৪৬৫ আসনের সংসদের নিম্নকক্ষের প্রার্থীরা এখন ১২ দিন নির্বাচনী প্রচারণার সুযোগ পাবেন। মাত্র গত বছরের অক্টোবরেই জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তাকাচি, তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন।
প্রধানমন্ত্রী তাকাচির জনপ্রিয়তা বর্তমানে প্রায় ৭০ শতাংশ। সম্প্রতি ক্ষমতাসীন দলগুলো সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন হারিয়েছে। তাই তাকাচি নিজের ব্যক্তিগত জনসমর্থন কাজে লাগিয়ে সরকারের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
এ সময় জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) মধ্যে সংসদের নিম্নকক্ষে আসনের ব্যবধান অত্যন্ত কম।
সূত্র: আলজাজিরা