
যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।
বাংলাদেশ সময় রোববার সকালে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদালতের রায়ে বলা হয়েছে, দেশের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা, সরকারের কার্যকারিতা নিশ্চিত করা এবং রাষ্ট্রপতির সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো কার্যকর হবে, তা নির্ধারণে আরও আলোচনা প্রয়োজন।
এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় প্রেসিডেন্টকে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার ক্ষমতা পরিচালনায় একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন। ট্রাম্প বলেন, দেশটিতে ‘নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দল দায়িত্বে থাকবে।
ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, রদ্রিগেজ এখন ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে আগ্রহ প্রকাশ করেছেন।
ডেলসি রদ্রিগেজ ছিলেন সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের ভাইস প্রেসিডেন্ট। তার ভাই জর্জ রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। রদ্রিগেজ ভাই-বোন বহু বছর ধরে মাদুরো সরকারের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তবে বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর সৃষ্ট বাস্তবতায় নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার পথে হাঁটতে সম্মত হয়েছেন।
মার্কিন হামলার পর দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ডেলসি রদ্রিগেজই প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন। এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের কাছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর জীবনের নিরাপত্তা এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।