
সুইজারল্যান্ডের ক্রাঁ-মোন্তানার একটি পানশালায় আগুন লাগার ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। খ্রিষ্টীয় বর্ষবরণের উৎসবে ভিড় থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১টা ৩০ মিনিটে ক্রাঁ-মোন্তানার জনপ্রিয় পানশালা লো কনসটেলশনে আগুন লাগে। পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পানশালাটি অভিজাত স্কি রিসোর্ট এলাকায় অবস্থিত। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এখনও তদন্তাধীন, তবে এটি কোনো “হামলা” থেকে ঘটেছে বলে মনে করা হচ্ছে না।
নিউইয়র্ক থেকে আসা এক পর্যটক আগুনের দৃশ্য ভিডিও করেন। তিনি জানান, বারের ভেতর থেকে আগুন বের হতে দেখেছেন এবং অন্ধকারে মানুষ চিৎকার করতে করতে দৌঁড়াচ্ছিল। ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এবং বেশ কয়েকজন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালগুলো ভর্তি হয়ে যাওয়ায় আহতদের সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হচ্ছে। ক্রাঁ-মোন্তানার ওয়েবসাইট অনুযায়ী, লো কনসটেলশনের ভিতরে ৩০০ এবং টেরেসে ৪০ জনের বসার সুবিধা রয়েছে। নববর্ষ উদযাপনে শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনার কয়েক ঘণ্টা পরও পানশালার বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল এবং জানালার কাচ ভাঙা দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এলাকা জুড়ে পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে।